ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চাকরির শেষ দিনে কর্মস্থলেই শিক্ষকের মৃত্যু

চাকরির শেষ দিনে কর্মস্থলেই শিক্ষকের মৃত্যু

চাকরির শেষদিনে কর্মস্থলেই স্ট্রোক করে মারা গেলেন স্কুল শিক্ষক ফজলুল করিম (৬০)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার হামিন দামিন সরকারি প্রাথমিক স্কুল প্রাঙ্গণে।

ফজলুল করিম ওই উপজেলার মীরের দেউলমুড়া গ্রামের বাসিন্দা এবং ওই স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক ছিলেন। তার মৃত্যুতে শিক্ষক, ছাত্রসহ এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমে এসেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফজলুল করিম ওই স্কুলের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বৃহস্পতিবার তার চাকরি জীবনের শেষ কর্মদিবস ছিল। এ শেষ কর্মদিবস হিসেবে তিনি অনেকের কাছে দোয়াও চেয়েছিলেন। ওইদিন বিকেলে তিনি স্কুলের টয়লেটে যান এবং সেখানে অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

এ বিষয়ে রায়গঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. বেলাল হোসেন জানান, শিক্ষক ফজলুল করিম শেষ কর্মদিবসে নিজ কর্মস্থলেই স্ট্রোক করে মারা যান। তিনি একজন সাদা মনের মানুষ ছিলেন। শিক্ষক হিসেবে এলাকায় তার সুনাম ছিল।

শিক্ষক ফজলুল করিমের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

চাকরি,কর্মস্থল,শিক্ষকের মৃত্যু
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত