
সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায় এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের সাটুরিয়ায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মাধ্যমে পালিত হয়েছে জাতীয় সমবায় দিবস-২০২৫।
শনিবার সকাল ১১টার দিকে সাটুরিয়া উপজেলা পরিষদ ও উপজেলা সমবায় কার্যালয় আয়োজিত উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক ইউসুফ হোসেনের সঞ্চালনায় উপজেলা সমবায় অফিসার মো মাকসুদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিনুল ইসলাম, সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস খান মজলিস মাখন, সাটুরিয়া উপজেলা জামায়েতের আমির মো. আবু সাঈদ, সাটুরিয়া ইউসিসির সভাপতি মো. রফিকুল ইসলাম, সমবায় পরিদর্শক জাহানারা বেগম-সহ বিভিন্ন প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিকরা।