ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে বর্ষণে আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে বর্ষণে আধাপাকা রোপা আমন ধানের ব্যাপক ক্ষতি

সিরাজগঞ্জে ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে আধাপাকা রোপা আমন ধান পানিতে ডুবে গেছে ও লুটিয়ে পড়েছে। এ কারণে চরম হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন কৃষকেরা। এ দুর্যোগে আধাপাকা ধানের ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নসহ কৃষকদের পরামর্শ দেওয়ার জন্য সংশ্লিষ্ট কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েকদিন ধরে এ জেলায় দফায় দফায় ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এ অঞ্চলের অনেক মাঠ ঘাট পানিতে ভরে গেছে। শুক্রবার মধ্যেরাতে কালো মেঘের তর্জনগর্জন শুরু হয় এবং এতে সিরাজগঞ্জে ভারী বর্ষণে খালবিলসহ নিম্নাঞ্চল পানিতে সয়লাব করে। ঝড়ো হাওয়ায় আধাপাকা ধান পানিতে ডুবে ও লুটিয়ে পড়ে। এছাড়া কাচাঁমরিচ, বেগুনসহ বিভিন্ন সবজির বাগানও ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকের মধ্যে হতাশার সৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এ জেলার শস্য ভাণ্ডার খ্যাত তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া উপজেলা এবং কামারখন্দ ও সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন স্থানে। এসব এলাকার মাঠ জুড়ে আধাপাকা রোপা আমন ধান পানিতে ডুবে ও লুটিয়ে পড়েছে। সংশ্লিষ্ট কৃষি বিভাগের কর্মকর্তারা ইতোমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন।

সিরাজগঞ্জের চলনবিল এলাকার শস্যভাণ্ডার খ্যাত তাড়াশ উপজেলা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণগারের (ভারপ্রাপ্ত) কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় এ অঞ্চলে ১৬৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় মোন্থার প্রভাবে এ ভারী বৃষ্টিপাত হয়েছে এবং আরো বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এ কে এম মঞ্জুরে মওলা আলোকিত বাংলাদেশকে বলেন, ভারী বর্ষণ ও ঝড়ো বাতাসে এ জেলার বিভিন্ন স্থানে রোপা আমন ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রোপা আমন ধানসহ সবজি বাগানে এ পর্যন্ত সাড়ে ৭শ হেক্টর জমির ফসলের ক্ষয়ক্ষতির রিপোর্ট পাওয়া গেছে। এর মধ্যে আধাপাকা রোপা আমন ধানের বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ইতোমধ্যেই এসব ক্ষয়ক্ষতির তালিকা প্রণয়নের জন্য সংশ্লিষ্ট উপজেলা কৃষি বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে।

কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,বর্ষণ,রোপা আমন ধান,ক্ষতি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত