ঢাকা সোমবার, ১০ নভেম্বর ২০২৫, ২৫ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

হোসেনপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

হোসেনপুরে ৫৪তম জাতীয় সমবায় দিবস পালিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে ৫৪তম জাতীয় সমবায় দিবস নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। ‎কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি ও আলোচনা সভা। দিবসে এবারে প্রতিপাদ্য বিষয় ছিল ‘সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়’।

শনিবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে দিনটি উদযাপন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহসী মাসনাদ বলেন, দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে সমবায়ের গুরুত্ব অপরিসীম। সমবায়ই শক্তি, সমবায় মুক্তি।

‎উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ গোলাম মোর্শেদ মৃধার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান রফিকুল ইসলাম, হোসেনপুর থানা ওসি (তদন্ত) লিমন বোস, হাজী আফতাব উদ্দিন মেমোরিয়াল স্কুলের পরিচালক ও নিউ অগ্রণী মাল্টিপারপাসের সভাপতি তাজুল ইসলাম বুলবুল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মানছুরুল হক রবিন প্রমুখ।

‎এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্যজীবিদলের আহ্বায়ক রফিকুল ইসলাম অর্জুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সমবায়ী ও প্রিন্ট এবং ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা।

‎উল্লেখ্য, হোসেনপুরে মোট সমবায় সমিতির সংখ্যা ১২৭টি। নারী-পুরুষ মিলিয়ে এসব সমিতিতে সদস্য প্রায় ১৪ হাজার ৪২ জন।

হোসেনপুর,জাতীয় সমবায় দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত