ঢাকা রোববার, ১৬ নভেম্বর ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মুন্সীগঞ্জে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

মুন্সীগঞ্জে ২১তম জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় মুন্সীগঞ্জে অনুষ্ঠিত হয়েছে ২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা।

শনিবার (১ নভেম্বর) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলার শীতলক্ষ্যা নদীর সিপাহীপাড়া ও বক্তাবলী বাজার থেকে যথাক্রমে পুরুষ ও মহিলা সাঁতারুদের প্রতিযোগিতা শুরু হয়ে মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীর লঞ্চঘাটে এসে শেষ হয়।

প্রতিযোগিতায় সারা দেশ থেকে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু অংশগ্রহণ করেন। পুরুষ সাঁতারুরা প্রায় ১০ কিলোমিটার এবং মহিলা সাঁতারুরা প্রায় ৭ কিলোমিটার দূরত্ব অতিক্রম করেন।

প্রতিযোগিতা শেষে সকাল সাড়ে ১১টার দিকে ধলেশ্বরী নদীর লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, কমডোর আরিফ আহমেদ মোস্তফা (জি), মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত এবং পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার।

প্রতিযোগিতার পুরুষ ও মহিলা উভয় বিভাগে প্রথম পাঁচজন বিজয়ীকে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে। এছাড়া প্রথম স্থান অর্জনকারী সাঁতারুকে ২০ হাজার, দ্বিতীয়কে ১৫ হাজার, তৃতীয়কে ১০ হাজার, চতুর্থকে ৭ হাজার এবং পঞ্চম স্থান অর্জনকারীকে ৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। সফলভাবে সাঁতার সম্পন্নকারী প্রত্যেক অংশগ্রহণকারী সাঁতারুকেও তিন হাজার টাকা করে আর্থিক পুরস্কার প্রদান করা হয়।

প্রতিযোগিতায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা এবং দেশজুড়ে বিভিন্ন সুইমিং ক্লাবের সাঁতারুরা অংশগ্রহণ করেন। ধলেশ্বরী নদীর প্রাকৃতিক সৌন্দর্য এবং উৎসবমুখর পরিবেশে দিনভর সাঁতার প্রতিযোগিতাকে ঘিরে ছিল স্থানীয় মানুষের বিপুল আগ্রহ ও উচ্ছ্বাস।

মুন্সীগঞ্জ,দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত