
সিরাজগঞ্জে মহাসড়কে পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে গাছের সাথে ধাক্কা লেগে রুহান উদ্দিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
রোববার বিকেলে শাহজাদপুর উপজেলার টেটিয়ারকান্দা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহান উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের লিটনের ছেলে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, রোববার বিকেলে রুহানসহ তিন মোটরসাইকেলে ৬ বন্ধু বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের উল্লাপাড়া মোড় থেকে দ্রুতগতিতে পাল্লা দিয়ে নৌবন্দর বাঘাবাড়ির দিকে যাচ্ছিল। এ সময় রুহানের মোটরসাইকেল আরেক বন্ধুর মোটরসাইকেলে ধাক্কা লাগে। এক পর্যায়ে উল্লেখিত স্থানে মহাসড়কের পাশের একটি গাছে ধাক্কা লেগে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রুহান নিহত হয় এবং অপর বন্ধু সবুজকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। কোনো অভিযোগ না থাকায় ওইদিন রাতে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।