ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

কমলগঞ্জে অনুষ্ঠিত হবে মহারাসলীলার উৎসব

কমলগঞ্জে অনুষ্ঠিত হবে মহারাসলীলার উৎসব

মৌলভীবাজারের কমলগঞ্জে বৃহত্তর সিলেটের আদিবাসী মণিপুরি সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় ও ঐতিহ্যবাহী মণিপুরি মহারাসলীলা আগামীকাল বুধবার (৫ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে।

কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে উপজেলার মাধবপুর ও আদমপুর এলাকায় পৃথক দুটি স্থানে আয়োজন করা হয়েছে রাস উৎসবের। রাসলীলা উপলক্ষ্যে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

রাস উৎসবকে কেন্দ্র করে এলাকায় সাজসাজ রব বিরাজ করছে। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। মণিপুরি পাড়াগুলোতে বিকেল থেকেই মৃদঙ্গের তালে মণিপুরি গান ও নৃত্য ভেসে আসছে। পাড়ায় পাড়ায় চলছে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য এবং রাসনৃত্যের মহড়া।

উপজেলার মাধবপুর শিববাজার জোড়া মণ্ডপে মণিপুরি মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে বিষ্ণুপ্রিয়া মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম এবং আদমপুর মণিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গণে মৈতৈ মণিপুরি সম্প্রদায়ের ৪০তম মহারাস উৎসব অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে উভয় স্থানে গোষ্ঠলীলা বা রাখালনৃত্য এবং রাতে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও রাসনৃত্য। উৎসবস্থল মাধবপুরের শিববাজার উন্মুক্ত মঞ্চ প্রাঙ্গণে হবে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্য। রাতে জোড় মণ্ডপে হবে রাসের মূল প্রাণ মহারাসলীলা।

ললিতকলা একাডেমি মিলনায়তনে মণিপুরি থিয়েটারের আয়োজনে “নুংশিপি” চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। উৎসবস্থল আদমপুরেও থাকবে যথারীতি রাখাল নৃত্য ও রাসলীলা। তবে মণিপুরি বিষ্ণুপ্রিয়া ও মণিপুরি মৈতৈ সম্প্রদায় আলাদা স্থানে আয়োজন করলেও উৎসবের অন্তঃস্রোত, রসের কথা, আনন্দ-প্রার্থনা সবই এক। উৎসবের ভেতরের কথা হচ্ছে বিশ্বশান্তি, সম্প্রীতি ও সত্যসুন্দর মানবপ্রেম।

জানা যায়, রাস উৎসবকে সফল করতে প্রায় একমাস ধরে কয়েকটি বাড়িতে রাসনৃত্য এবং রাখালনৃত্যের প্রশিক্ষণ ও মহড়া চলছে। মণিপুরি ললিতকলা একাডেমির উপ-পরিচালক (অ:দা:) প্রভাস চন্দ্র সিংহ জানান, মণিপুরের রাজা ভাগ্যচন্দ্র মণিপুরে প্রথম এই রাসমেলা প্রবর্তন করেছিলেন। মণিপুরের বাইরে ১৮৪২ সালে কমলগঞ্জের মাধবপুরে প্রথম মহারাস উৎসব অনুষ্ঠিত হয়। গোধূলি পর্যন্ত চলে রাখালনৃত্য। রাত ১২টা থেকে শুরু হয় রাস উৎসবের মূল পর্ব শ্রীশ্রীকৃষ্ণের মহারাসলীলা অনুসরণ। মণিপুরিদের ঐতিহ্যবাহী নৃত্যের পোশাকে নেচে-গেয়ে কৃষ্ণ বন্দনায় ভোর পর্যন্ত চলে রাসলীলা।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাখন চন্দ্র সূত্রধর জানান, মণিপুরি রাসোৎসব উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কমলগঞ্জ,মহারাসলীলা,উৎসব
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত