
কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক ও রাজবাড়ীর বানিবহ এলাকার বাসিন্দা আবুল কালাম আজাদ, যিনি জুলাই আন্দোলনের শিক্ষার্থী সাগর হত্যা মামলার আসামি, তাকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে বানিবহ বাজার ব্যবসায়ী ও ইউনিয়নবাসীর যৌথ উদ্যোগে বানিবহ বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, “আবুল কালাম আজাদ কিশোরগঞ্জ জেলা পরিষদের হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করলেও সরকারি চাকরির বেতনের তুলনায় তিনি অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন। সরকারি চাকরির আড়ালে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং এলাকাবাসীর জমি দখলসহ বিভিন্ন অনিয়মের সঙ্গে জড়িত।”
তারা আরও অভিযোগ করে বলেন, “সম্প্রতি বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলমকে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দেখে নেওয়ার’ হুমকি দিয়েছেন আবুল কালাম আজাদ। এতে বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।”
বক্তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “অবিলম্বে ভূমিদস্যু ও সন্ত্রাসী আবুল কালাম আজাদ এবং তার সহযোগীদের গ্রেপ্তার না করা হলে বানিবহ বাজারের সব দোকান বন্ধ রেখে অনির্দিষ্টকালের হরতালের কর্মসূচি ঘোষণা করা হবে।”
বক্তারা দাবি করেন, একজন সরকারি কর্মকর্তা হয়েও আবুল কালাম আজাদ দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রভাব খাটাচ্ছেন। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, বানিবহ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির হোসেন লিটন, সহ-সভাপতি মো. কামরুল ইসলাম, স্থানীয় সমাজসেবক রফিকুল ইসলাম, ভুক্তভোগী ব্যবসায়ী সোহেল রানা, আজিজুল হক, রুবেল হোসেনসহ অনেকে।
মানববন্ধন চলাকালে পুরো বাজার এলাকায় বিক্ষোভমুখর পরিবেশ বিরাজ করে। ব্যবসায়ীদের আশঙ্কা, এ ধরনের দুর্নীতিবাজ ও সন্ত্রাসীচরিত্রের ব্যক্তির বিচার না হলে সাধারণ মানুষ প্রশাসনের প্রতি আস্থা হারাবে।