ঢাকা শনিবার, ১৫ নভেম্বর ২০২৫, ৩০ কার্তিক ১৪৩২ | বেটা ভার্সন

দিনাজপুরে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা

দিনাজপুরে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে আলোচনা সভা

মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে নিরাপদ সড়ক বাস্তবায়ন বিষয়ে সাংবাদিকদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএ দিনাজপুর সার্কেল আয়োজিত এ আলোচনা সভায় উপস্থিত সাংবাদিকদের মাঝে বিনামূল্যে উন্নতমানের হেলমেট বিতরণ করা হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মো. রিয়াজ উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান, বিআরটিএ’র সহকারী পরিচালক এটিএম মো. ময়নুল ইসলাম, দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সিনিয়র সাংবাদিক রোস্তম আলী মন্ডল, শাহ আলম শাহী, শাহারিয়ার হিরু, আনিসুর রহমান দুলাল, এমদাদুল হক মিলনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সভায় নিরাপদ সড়ক বাস্তবায়ন ও সড়ক দুর্ঘটনা রোধে সাংবাদিকদের মতামত গ্রহণ করা হয় এবং কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, গত অক্টোবর মাসে শুধু দিনাজপুর জেলায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৮ জন এবং আহত হয়েছেন অনেকে। আহতদের মধ্যে বিআরটিএ মোট ৯৯ লাখ টাকা এককালীন অনুদান প্রদান করেছে। এ জেলায় প্রায় ৫ হাজার হেলমেট বিভিন্ন শ্রেণি-পেশার মোটরসাইকেল চালকদের মধ্যে বিতরণ করা হয়েছে। সেই ধারাবাহিকতায় উপস্থিত সাংবাদিকদের প্রত্যেককে একটি করে উন্নতমানের হেলমেট প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, জনদুর্ভোগ লাঘবে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের অনলাইন রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্স প্রদানের ব্যবস্থা চালু করা হয়েছে।

আলোচনা সভা,নিরাপদ সড়ক বাস্তবায়ন,দিনাজপুর
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত