
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাশুরিয়া গ্রামের অপহৃত কলেজ ছাত্রী ফারজানা খাতুন যুথিকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃত ফারজানা ওই গ্রামের জাহাঙ্গীর আলমের মেয়ে।
রায়গঞ্জ থানার ওসি কে এম মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, সোমবার স্থানীয় কলেজে যাওয়ার পথে ওই ছাত্রী অপহৃত হয়। ওইদিন তার বাবা বাদী হয়ে থানায় একটি জিডি করেন। এ জিডির ভিত্তিতে পুলিশ বিশেষ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থানা পুলিশের সহযোগিতায় পাথরতলী গ্রামে অভিযান চালানো হয়। এ অভিযানে ওই গ্রামের আবুল হোসের বাড়ী থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় লতিফ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরের দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং নারী শিশু নির্যাতন দমন আইনে ওই ছাত্রী আদালতে জবানবন্দি দিয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।