ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি

চুয়াডাঙ্গায় কৃষকের গোয়ালঘর থেকে গরু চুরি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় কৃষকের গোয়ালঘর থেকে একটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা।

বুধবার দিবাগত রাতে উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামে এ চুরির ঘটনা ঘটে।

জানা গেছে, কার্পাসডাঙ্গা ইউনিয়নের আরামডাঙ্গা গ্রামের রজব আলী মালিতার ছেলে রফিকুল মালিতা অন্য দিনের মতো গত বুধবার রাতে গরুর নান্দায় ঘাষ ও বিচালি দিয়ে গোয়াল ঘরের দরজা বেঁধে ঘরে এসে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন তিনটি গরুর মধ্যে সবচেয়ে বড় গরুটি নেই। অনেক খোঁজাখুঁজি করেও আর পাওয়া যায়নি।

কৃষক রফিকুল জানান, গরুটির মূল্য আনুমানিক দেড়লাখ টাকা হবে।

এ বিষয়ে কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পের আইসি এসআই আকরাম খান বলেন, ‘গরু চুরির বিষয়টি আমি জানি না। এ বিষয়ে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।’

চুয়াডাঙ্গা,কৃষক,গোয়ালঘর,গরু চুরি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত