ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জে হেরোইনসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

সিরাজগঞ্জের সলংগা থানার ভেংড়ী এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২’র সদস্যরা।

তারা হলেন— রাজশাহীর কাশিয়াডাঙ্গা উপজেলার কাঁঠালবাড়ীয়া গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ট্রাক ড্রাইভার রবিউল ইসলাম (৫৫) ও গোদাগাড়ী পৌর এলাকার মাদারিপুর মহল্লার মৃত সমিরুদ্দিনের ছেলে ট্রাক হেল্পার বাবুল শাহ্ (৬০)।

র‍্যাব-১২’র অতিরিক্ত পুলিশ সুপার কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে নগদ ৪ হাজার ৭০০ টাকা, ২টি মোবাইল ফোন ও ১টি ট্রাক জব্দ করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিলেন।

এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,হেরোইন,মাদক কারবারি,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত