
‘৮ নভেম্বরের পর হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেওয়া হবে না’- বিএনপি নেতা এম নাসের রহমানের এমন বক্তব্যে ফুঁসে উঠেছে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের নেতৃবৃন্দ। এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, ৮ তারিখের পর যদি হবিগঞ্জের বাস মৌলভীবাজারে উপর দিয়ে চলতে দেওয়া না হয়, তাহলে পুরো মৌলভীবাজার জেলা অচল করে দেওয়া হবে। ঢাকা সিলেট রেলপথ ও মহাসড়ক অবরোধ করে মৌলভীবাজারের সঙ্গে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করা হবে।
এসময় নেতারা বলেন, ‘আমরা হবিগঞ্জ এর বাস মালিক ও শ্রমিকবৃন্দ শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই। কিন্তু কেউ যদি গায়ের জোরে আমাদের ব্যবসার ক্ষতি করতে চায় তাহলে আমরা অবশ্যই তার দাঁত ভাঙা জবাব দেব। ব্যবসাকে কেন্দ্র করে নাসের রহমান হবিগঞ্জ এর মানুষের প্রতি যে কটূক্তি করেছেন। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের সদস্য সচিব ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু মঈন চৌধুরী সোহেল।
এসময় হবিগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক ও হবিগঞ্জ মটর মালিক গ্রুপের সভাপতি মো. ফজলুর রহমানসহ সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।