ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

তামাকমুক্ত কক্সবাজার গড়তে একযোগে কাজের আহ্বান

তামাকমুক্ত কক্সবাজার গড়তে একযোগে কাজের আহ্বান

তামাকমুক্ত কক্সবাজার গড়ে তোলার লক্ষ্যে ‘তামাকমুক্ত কক্সবাজার সমুদ্র সৈকত ও হসপিটালিটি সেক্টর বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে কক্সবাজারের একটি অভিজাত হোটেলে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে সরকারি-বেসরকারি সংস্থা, স্বাস্থ্য বিশেষজ্ঞ, হোটেল ও রেস্টুরেন্ট মালিকসহ গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান।

তিনি বলেন, কক্সবাজার শুধু বাংলাদেশের নয়, বিশ্বের অন্যতম পর্যটন নগরী। এই শহরকে তামাকমুক্ত করা গেলে সেটি হবে দেশের জন্য অনুকরণীয় একটি উদ্যোগ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত সচিব শেখ মোমেনা মনি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) বাংলাদেশের উপ-প্রতিনিধি ডা. রাজেশ নারওয়াল।

বক্তারা বলেন, তামাকজাত দ্রব্যের ব্যবহার কমাতে শুধু আইন প্রয়োগ নয়, জনসচেতনতা বাড়ানোও জরুরি। পর্যটন নগরী কক্সবাজারকে তামাকমুক্ত রাখতে প্রশাসন, ব্যবসায়ী ও নাগরিক— সবাইকে একযোগে কাজ করতে হবে।

সভাপতিত্ব করেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান।

তিনি বলেন, সৈকত, হোটেল-মোটেল জোন ও রেস্টুরেন্ট এলাকায় ধূমপানমুক্ত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যে পরিকল্পনা হাতে নিয়েছে।

কর্মশালায় অংশগ্রহণকারীরা তামাক নিয়ন্ত্রণ আইনের কার্যকর বাস্তবায়ন, সচেতনতা বৃদ্ধি, এবং হোটেল-রেস্টুরেন্টে ‘তামাকমুক্ত জোন’ গঠনের সুপারিশ করেন।

কর্মশালা শেষে তামাকমুক্ত কক্সবাজার স্বাস্থ্যকর পর্যটনের প্রথম পদক্ষেপ এই স্লোগান নিয়ে সকল অংশগ্রহণকারী একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

তামাকমুক্ত,কক্সবাজার,আহ্বান
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত