ঢাকা সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

শার্শা সীমান্তে ভারতীয় সিরাপ ও মদ আটক

শার্শা সীমান্তে ভারতীয় সিরাপ ও মদ আটক

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি অধীনস্থ শার্শা থানার দৌলতপুর, গোগা ও কায়বা সীমান্তে অভিযান চালিয়ে ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে এ মাদকদ্রব্য আটক করেছে বিজিবি।

খুলনা ব্যাটালিয়ন ২১ বিজিবি এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খুরশীদ আনোয়ার জানান, ৭ নভেম্বর দৌলতপুর, গোগা এবং কায়বা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৩১৩ বোতল ভারতীয় WINCEREX সিরাপ এবং ২৭ বোতল ভারতীয় মদ আটক করা হয়েছে।

তিনি আরো জানান, দেশের সীমান্ত এলাকায় মাদকসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে কোনো মাদক পাচারকারীকে আটক করতে পারিনি।

শার্শা সীমান্ত,ভারতীয়,মদ,আটক
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত