ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নকলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

শেরপুরের নকলায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৭ নভেম্বর) সকালে উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের যৌথ আয়োজনে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমমুদুল হক দুলাল-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী উপজেলা) আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মনোনীত প্রার্থী প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী।

এছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে বিভিন্ন আন্দোলন সংগ্রামে শহিদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় এবং দেশ ও জাতির উন্নয়নে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

এসময় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নারী-পুরুষ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ১৯৭৫ সালের এই দিনে সমগ্র জাতি যখন অনিশ্চয়তার সম্মুখীন, তখন সিপাহি-জনতার মিলিত বিপ্লব জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়ে দেশপ্রেমের এক অনন্য নজির সৃষ্টি করে। শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে বন্দিদশা থেকে মুক্ত করে এনে সিপাহি-জনতা তাকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করে। তিনি ক্রান্তিময় সেই অবস্থা থেকে উত্তরণ ঘটিয়ে দেশে প্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্র। এরপর থেকে এ দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে।

নকলা,জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত