ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি উৎসব

কক্সবাজারে শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি উৎসব

কক্সবাজারে মৌলভী ছাইদুল হক ফাউন্ডেশন আয়োজিত শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত জেলার চারটি উপজেলার ৬টি কেন্দ্রে উৎসব মুখর পরিবেশে ক্ষুদে শিক্ষার্থীদের এই মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমদ-এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত এবারের পরীক্ষায় রেকর্ড ২৮৯৬ জন ক্ষুদে শিক্ষার্থী অংশ নেয়।

মেধা বৃত্তি পরীক্ষা ২০২৫ আয়োজন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ এ এম ফরিদুল আলম চৌধুরী জানান, ৩য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির ছাত্র-ছাত্রী পৃথক পরীক্ষায় অংশ নেয়। মূলত চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলার চার শ্রেণিতে পড়ুয়া মেধাবী শিক্ষার্থীরা মেধা যুদ্ধে অংশ নেয়। দুই ঘন্টার এই লিখিত পরীক্ষায় পূর্ণমান ছিল।

সূত্র আরও জানায়, চারটি উপজেলার ছয়টি পরীক্ষা কেন্দ্রের মধ্যে পেকুয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্র ৪৭৫ জন, চকরিয়া গ্রামার স্কুল কেন্দ্রে ৬৭২ জন, মালুমঘাট আইডিয়াল স্কুল কেন্দ্রে ৪২৫ জন, কুতুবদিয়া মডেল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৬৬৮ জন, ছোট মহেশখালী তৈয়বিয়া মাদ্রাসা কেন্দ্রে ৩৪১ জন ও ভেওলা মানিকচর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৩১৫ জন শিশু শিক্ষার্থী এবারের পরীক্ষায় অংশ নেয়। এছাড়া আগামী ১০ ডিসেম্বর শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। শ্রেণি ভিত্তিতে গোল্ডেন এ প্লাস, এ প্লাস ও এ গ্রেডে ফলাফল অর্জনকারীরাই মেধা বৃত্তি লাভ করবে।

পরবর্তীতে সুবিধাজনক সময়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি পরীক্ষার প্রধান পৃষ্ঠপোষক সালাহউদ্দিন আহমদ বৃত্তি প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করবেন।

এদিকে জেলায় সাড়া জাগানো এই বৃত্তি পরীক্ষার বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন কক্সবাজার জেলা বিএনপির সিনিয়র সহ- সভাপতি এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব এনামুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চকরিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম মোবারক আলী, পেকুয়া প্রেসক্লাব সভাপতি সাফওয়ানুল করিমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

কক্সবাজার,শহীদ জিয়া স্মৃতি মেধা বৃত্তি
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত