ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতা নিহত

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বিএনপি নেতা নিহত

বগুড়া-নগরবাড়ি মহাসড়কের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ঘুড়কা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই বিএনপি নেতা নিহত হয়েছে।

তারা হলেন— ওই উপজেলার ডুমরাই দক্ষিণপাড়া গ্রামের বিরু শেখের ছেলে স্থানীয় কৃষকদলের নেতা ওমর ফারুক (৩৫) ও একই গ্রামের আকবর আলীর ছেলে কৃষকদল নেতা ফরিদুল ইসলাম (৩০)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, শুক্রবার দুপুরের দিকে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নিতে চান্দাইকোনা থেকে মোটর সাইকেলযোগে সলঙ্গা যাচ্ছিলো ওই ২ নেতা। এ সময় উল্লেখিত স্থানে পৌঁছালে তাদের দ্রুতগতির মোটরসাইকেল একটি ট্রাকের নিচে ঢুকে পড়ে। এতে ওই দুই নেতা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেয়ার পথে ওইদিন সন্ধ্যায় তাদের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, পুলিশ তাদের লাশ উদ্ধার করে এবং কোনো অভিযোগ না থাকায় তাদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।

সিরাজগঞ্জ,সড়ক দুর্ঘটনা,বিএনপি নেতা,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত