ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ঈশ্বরদীতে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন অভিযান

ঈশ্বরদীতে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন অভিযান

পাবনার ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে “আতঙ্ক নয়, সচেতনতা—ডেঙ্গু নয়, সুস্থতা” এই প্রতিপাদ্য নিয়ে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে এই কার্যক্রমের উদ্বোধন করেন ঈশ্বরদী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান।

ঈশ্বরদী পৌরসভা সূত্রে জানা গেছে, পৌর শহরের বিভিন্ন এলাকায় সম্প্রতি ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অনেকে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। এমন তথ্য জানতে পেরে পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান পৌর শহরে এই মশক নিধন কার্যক্রম উদ্বোধন করেন।

এখন থেকে প্রতিদিন শহরের বিভিন্ন এলাকায় মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে, বিশেষ করে ডেঙ্গু মশার উৎপত্তিস্থলে, মেশিনের মাধ্যমে ওষুধ স্প্রে করে এডিস মশার লার্ভা নষ্ট ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হবে।

মশার লার্ভা নষ্ট ও উড়ন্ত মশা নিধনে পুরো শহরে ওষুধ ছিটানোসহ জনসচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হবে বলে ঈশ্বরদী পৌরসভা অফিস সূত্রে জানা গেছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা জহুরুল হকসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

মশক নিধন অভিযান,মশার লার্ভা নষ্ট,ঈশ্বরদীতে এডিস মশা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত