ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক আমিনুল ইসলাম

সিরাজগঞ্জের নতুন জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মো. আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

শনিবার মধ্যরাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।

এর আগে, আমিনুল ইসলাম বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সচিব (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সিরাজগঞ্জের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করা মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে ১৫ জেলায় নতুন ডিসি নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সিরাজগঞ্জের নতুন ডিসিকে অভিনন্দন জানানো হয়েছে।

আমিনুল ইসলাম,নতুন জেলা প্রশাসক,সিরাজগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত