
কক্সবাজার শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল বের হয়েছে। আজ রোববার সকাল ৮টার দিকে শহরের কলাতলীতে ডিভাইন রিসোর্টের গলি থেকে মিছিলটি বের হয়ে হোটেল লংবিচে গিয়ে শেষ হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয় সাবেক ছাত্রলীগ নেতা এখলাছ মিয়ার নেতৃত্বে ৩০-৪০ জন যুবক মিছিলে অংশ নেন। এতে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন বিচার বন্ধসহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) অলক বিশ্বাস ঝটিকা মিছিলের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, কয়েকজন যুবক সকালের দিকে একটি ব্যানার নিয়ে মিছিল বের করে। মিছিলের ভিডিও ফুটেজ দেখে, কারা মিছিলে অংশ নিয়েছেন তা শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
অবশ্য আজ বিকেল সাড়ে ৪টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি, বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।