
চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানাধীন বেগমপুর ফুলতলা এলাকা থেকে চল্লিশ পিস ইয়াবা ট্যাবলেট সহ মেহেদী হাসান বিপ্লব (১৯) কে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গত শনিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটককৃত মেহেদী জীবননগর উপজেলার উথলী গ্রামের নূর হাকিমের ছেলে।
গত শনিবার রাতে জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানানো হয়, শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এসআই সৌমিত্র সাহা সঙ্গী ও সহ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বেগমপুর ফুলতলা এলাকায় অভিযান চালিয়ে মেহেদী হাসান বিপ্লবকে আটক করে। আর দেহ তল্লাশি করে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এই ঘটনায় রাতেই মেহেদী হাসানের বিরুদ্ধে দর্শনা থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
দর্শনা থানার তদন্ত কর্মকর্তা (ওসি) সুলতান মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ রবিবার সকালে গ্রেফতারকৃত মেহেদী হাসান বিপ্লবকে চুয়াডাঙ্গা আদালতে প্রেরণ করা হয়েছে।