ঢাকা শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

দুর্গাপুরে ফুটপাতে অবৈধ ফল বিক্রি, ব্যবসায়ীদের ক্ষোভ

দুর্গাপুরে ফুটপাতে অবৈধ ফল বিক্রি, ব্যবসায়ীদের ক্ষোভ

নেত্রকোনার দুর্গাপুর পৌর সদরের পান মহাল সংলগ্ন মধ্যবাজারে অবৈধভাবে ফুটপাতে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযান পরিচালনার জন্য লিখিত অভিযোগ দাখিল করেছেন ভুক্তভোগী ব্যবসায়ীবৃন্দ।

রোববার বিকেল ৪টার দিকে উপজেলা ইউএনও অফিসের কার্যালয়ে ওই লিখিত অভিযোগ দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন ফল ব্যবসায়ী মো. আব্দুল মান্নান।

লিখিত অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নিতে আরও ৭ জন ফল বিক্রেতা গণসাক্ষর করেছেন।

অভিযোগের বিবরণে জানা গেছে, পৌর সদরের প্রায় ২৩-২৫ জন ফল ব্যবসায়ী পান মহালের পাশে ও ফুটপাতে বসে ফল বিক্রি করতেন। ওই জায়গাটি জনসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এলাকা হওয়ায় ঝামেলা প্রায়ই লেগে থাকে। এতে জনভোগান্তি চরমে পৌঁছায়। সেই দিক বিবেচনায় ৫ আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের পর দুর্গাপুর পৌরসভা, পৌর বণিক সমিতির নেতৃবৃন্দ ও দুর্গাপুর অস্থায়ী সেনা কমান্ডের নেতৃত্বে ফুটপাতে ফল বিক্রি করা বন্ধ করা হয়। সকল ফল ব্যবসায়ীদেরকে চাল মহালের টিনসেড বিল্ডিংয়ে একসাথে ফল বিক্রি করার জায়গা নির্ধারণ করে দেওয়া হয়। দীর্ঘদিন সকল ব্যবসায়ী সেখানে ফল বিক্রি করেছেন।

হঠাৎ করেই ফল ব্যবসায়ী বিল্লাল মিয়ার নেতৃত্বে আকবর আলী, শাহাদাত, জলিল মিয়া, বাবু মিয়া, সুজন মিয়া, জীবন মিয়া, আলমগীর, জয়নাল মিয়া, খাইয়ুম, হাসেম ও এমদাদুল নির্ধারিত ফল মহালের জায়গা ত্যাগ করে আবার ফুটপাতে ফল বিক্রি শুরু করেন। এতে প্রকৃত ফল বিক্রেতারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

মৌখিক অভিযোগের প্রেক্ষিতে ২০ অক্টোবর ২০২৫ রাতের দিকে ক্যাপ্টেন ফাইয়াজ মঞ্জর নেতৃত্বে অবৈধ ফুটপাত থেকে ফল ব্যবসায়ীদের উচ্ছেদ করে নির্ধারিত জায়গায় বসতে নির্দেশনা দেন। সম্প্রতি ওই কতিপয় অসাধু ব্যবসায়ীরা অতিমুনাফা লাভের আশায় আবারও ফুটপাতে ফল বিক্রি শুরু করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. মিজানুর রহমান জানান, “আমি ডিসি অফিসে একটি জরুরি মিটিংয়ে উপস্থিত হয়েছি। লিখিত অভিযোগের আবেদনের প্রেক্ষিতে অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।”

ব্যবসায়ীদের ক্ষোভ,অবৈধ ফল বিক্রি,দুর্গাপুরে ফুটপাত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত