
চুয়াডাঙ্গা তুলা উন্নয়ন বোর্ডের আয়োজনে এবং রাজস্ব বাজেটের অর্থায়নে তুলা চাষীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টায় আলুকদিয়া ইউনিটের দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ায় চুয়াডাঙ্গা অঞ্চলের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেন দেবাশীষের সভাপতিত্বে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলে তুলা উন্নয়ন বোর্ডের কীটপতঙ্গ বিশেষজ্ঞ ড. তাসদিকুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তুলা চাষ লাভজনক একটি চাষ, বাজারে দামও ভালো পাওয়া যায়। বর্তমানে তুলা চাষের সাথে বিভিন্ন সাথী ফসল চাষ করতে পারছেন কৃষক ভাইয়েরা, ফলে বিগত দিনগুলোর তুলনায় এ চাষে ঝুঁকছেন তারা। এ চাষে লাভবান হবার সাথে সাথে কৃষকেরা পাশাপাশি সাথী ফসল বিক্রি করেও লাভবান হচ্ছেন। পাশাপাশি উৎপাদিত তুলা দেশের চাহিদা পূরণ করে বিদেশে রপ্তানি করেও প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হচ্ছে।
তিনি উপস্থিত কৃষকদের অন্যান্য ফসলের ন্যায় তুলা চাষের আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষ্ণ রায়। উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা রূপা আক্তার, তুলা ইউনিট কর্মকর্তা আতিকুর রহমান ও শয়েন চন্দ্র বর্মন। প্রশিক্ষণে ৫০ জন তুলাচাষী অংশগ্রহণ করেন।