
‘মনোবল সাহস আর হাতে রেখে হাত, নতুন স্বদেশে আনি আলোর প্রভাত’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় শিশু কিশোর সংগঠন ফুলকুঁড়ি আসর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ‘শিশুকিশোর উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।
কক্সবাজার শহর শাখার আয়োজনে বর্ণিল এ উৎসব জুড়ে ছিল মাইন্ড ম্যারাথন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেয়ালিকা উৎসব, গেমস, সায়েন্স আইডিয়া চ্যালেঞ্জ, গান, আবৃত্তি, কেরাত প্রতিযোগিতা, ম্যাগাজিন অনুষ্ঠান ও নাটক মঞ্চায়ন।
সমাপনী দিনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা এবং প্রধান আলোচক ছিলেন ফুলকুঁড়ি আসরের প্রধান পরিচালক মুজাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা জজ নিশিতা সুলতানা, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মো. নাছির উদ্দিন, দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ।
বক্তারা বলেন, দেশজুড়ে সর্বত্র অশান্তি বিরাজমান। তাই সমাজে শান্তির পরশ আনতে ফুলকুঁড়ি আসরের ভূমিকা অনন্য। ফুলকুঁড়িরাই পৃথিবীজুড়ে সুবাস ছড়াবে। গড়বে সুন্দর পৃথিবী।
কক্সবাজার আইনজীবী সমিতির সহ-সভাপতি ও ফুলকুঁড়ি আসর কক্সবাজার শহর শাখার সহ-সভাপতি এডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসব পরিচালনা করেন শাখা পরিচালক ইমাম হোসেন, সঞ্চালনায় ছিলেন সহকারী পরিচালক অগ্রপথিক তাসরিফুল ইসলাম।
মাসব্যাপী আয়োজিত আটটি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু কিশোরদের মধ্যে ১১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। গান, আবৃত্তিসহ শিশুকিশোরদের চমৎকার পরিবেশনায় মুখর ছিল পুরো অনুষ্ঠান। আয়োজনের মূল আকর্ষণ ছিল মঞ্চনাটক ‘আন্তঃনগর এক্সপ্রেস।