ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা গ্রেপ্তার

বিএনপির মিছিলে হামলার মামলায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ নেতা রনি মিত্রকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত রনি ওই উপজেলার মুকুন্দগাঁতী মহল্লার রাম মিত্রের ছেলে এবং উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক।

বেলকুচি থানার ওসি শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ২০১৩ সালে বিএনপির মিছিলে হামলা ও গুলি চালানো হয়। ওই হামলায় ৩ জন গুলিবিদ্ধ হয়। এ ব্যাপারে ২০২৫ সালের ৫ জানুয়ারি সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় রনি মিত্র এজাহার নামীয় আসামি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ওই মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত