ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সাটুরিয়ায় গ্রামীণ ব্যাংকের সামনে দুর্বৃত্তদের আগুন

সাটুরিয়ায় গ্রামীণ ব্যাংকের সামনে দুর্বৃত্তদের আগুন

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম বাজার এলাকায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের গেটের ভেতরে রাতের আধারে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ব্যাংকের কোনো কাগজপত্র বা আসবাবপত্রের ক্ষতি হয়নি বলে পুলিশকে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।

সোমবার (১০ নভেম্বর) সকালে সাটুরিয়া থানা পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সহ মানিকগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ব্যাংক পরিদর্শন কালে মানিকগঞ্জের পুলিশ সুপার ইয়াসমিন খাতুন জানান, সাটুরিয়াসহ তিনটি ঘটনাই আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তার ধারণা, পরিকল্পিতভাবে এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য এসব অগ্নিকাণ্ড ঘটানো হতে পারে।

তবে একই রাতে সাটুরিয়া সহ মানিকগঞ্জের ৩টি স্থানে আগুনের ঘটনায় দিনভর মানিকগঞ্জ টক অফ দা টাউনে পরিণত হয়েছে।

এ বিষয়ে সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন বলেন, গ্রামীণ ব্যাংকের সামনে আগুন এটা ষড়যন্ত্রের অংশ। মানিকগঞ্জ ৩ আসনের বিএনপির এমপি পদ প্রার্থীর মালিকানা স্কুল বাসে আগুন এটা নির্বাচন বানচালের অংশ। আগামীতে যেকোনো হামলা ও নাশকতা করার চেষ্টা করলে আমরা তা প্রতিহত করব।

সাটুরিয়া,গ্রামীণ ব্যাংক,দুর্বৃত্ত,আগুন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত