ঢাকা সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

গাইবান্ধায় বিলের পানিতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধায় বিলের পানিতে ভাসমান যুবকের লাশ উদ্ধার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের মোজাহিদপুর আগানামা বিলে পানিতে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

সোমবার (১০ নভেম্বর ২০২৫) সকাল ৯টায় এলাকাবাসী বিলের পানিতে লাশটি দেখতে পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশে খবর দেয়।

নিহত যুবকের নাম মিলন মিয়া (২৮)। তিনি সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের নয়াপাড়া তরফজান গ্রামের মো. দুলা মিয়ার বড় ছেলে। মিলন পেশায় একজন অটোভ্যান চালক ছিলেন। তার একটি ৫ বছর বয়সী মেয়ে রয়েছে।

নিহতের মা জানান, রোববার সন্ধ্যা প্রায় ৭টার দিকে মিলন হাতে একটি টর্চলাইট নিয়ে বাড়ি থেকে বের হন। যাওয়ার সময় তিনি বলেন, স্থানীয় বাজারের সমিতি থেকে ৬ হাজার টাকা নেওয়ার জন্য রেজওয়ান নামে এক ব্যক্তির কাছে যাচ্ছেন।

তিনি আরও জানান, সারারাত মিলন বাড়ি ফেরেননি। পরিবার ধারণা করেছিল, হয়ত তিনি পুরোনো অভ্যাসমতো কোনো খেলায় (জুয়া) যোগ দিতে গেছেন— যেমন তিনি আগে মাঝে মাঝে করতেন, যদিও গত এক বছর ধরে এমন কাজ থেকে তিনি বিরত ছিলেন। কিন্তু রাতে তিনি আর ফিরে আসেননি। পরদিন সকালে আগানামা বিলে এক ব্যক্তি মাছ ধরার সময় জাল তোলার পর পানিতে মিলনের লাশ দেখতে পান। পরে স্থানীয়রা ও পরিবারের সদস্যরা এসে লাশটি শনাক্ত করেন। খবর পেয়ে সাদুল্লাপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজ উদ্দিন খন্দকার জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

গাইবান্ধা,যুবক,লাশ উদ্ধার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত