
বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী খায়রুল কবির খোকন বলেছেন, বিগত সরকারের আমলে দিনের ভোট রাতে হওয়ায় জনগণ ভোট দিতে পারেনি। আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য।
আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সদর উপজেলা মোড় থেকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নরসিংদী-১ (সদর) আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
পরে নরসিংদী পৌর শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন খায়রুল কবির খোকন।
গণসংযোগের সময় জেলা বিএনপির সহ-সভাপতি এম. এ. জলিল, অ্যাডভোকেট আব্দুল বাছেদ ভুইয়া, নরসিংদী শহর বিএনপির সভাপতি গোলাম কবির কামাল, সাধারণ সম্পাদক ফারুক উদ্দিন ভুইয়াসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।