
চাঁদপুরের মোহনপুরে কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজী গ্রুপের ৫ জন সদস্যকে ১টি বিদেশী শর্টগান, ১টি স্পিডবোট ও নগদ অর্থসহ আটক করেছে কোস্টগার্ড।
মঙ্গলবার সন্ধ্যায় কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, চাঁদপুরের মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন নদীতে দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত কিবরিয়া মিয়াজীর সন্ত্রাসী গ্রুপ অস্ত্র দেখিয়ে অভ্যন্তরীণ নৌরুটে চলাচলরত নৌযানসমূহ থেকে চাঁদাবাজি, ডাকাতি ও অপহরণসহ নানা ধরনের অপকর্ম করে আসছে বলে গোয়েন্দা সূত্রে জানা যায়।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল ১০টায় কোস্টগার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক উক্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাল্কহেডে ডাকাতির সময় ১টি বিদেশী শর্টগান, ১০ রাউন্ড তাজা গুলি, ২ রাউন্ড ফাঁকা কার্তুজ, ২টি ওয়াকিটকি, ৫টি মোবাইল, ১টি স্পিডবোট ও নগদ ৮৩ হাজার টাকাসহ কিবরিয়া মিয়াজী গ্রুপের ৫ জন সদস্যকে আটক করা হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, জব্দকৃত আলামত ও আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।