
সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে গরু ব্যবসায়ীসহ দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তারা হলেন- রায়গঞ্জ উপজেলার চরফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে গরু ব্যবসায়ী আব্দুল লতিফ (৪৪) ও সিরাজগঞ্জ পৌর এলাকার চরমালসাপাড়া মহল্লার আয়নাল হকের ছেলে মিশুক চালক আমিনুল ইসলাম (৩৪)।
উল্লাপাড়া থানার ওসি একরামুল হোসাইন আলোকিত বাংলাদেশকে বলেন, বুধবার সকালে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার চকিদহ ব্রীজের নিচে ফুলজোড় নদীর কুলে মিশুক চালক আমিনুল ইসলামের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার গভীর রাতে দুর্বৃত্তরা ওই চালককে হত্যা করে ব্যাটারি চালিত মিশুক নিয়ে পালিয়ে যায় এবং তার লাশ ওই নদীতে ফেলে রেখে যায়।
এদিকে রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার ওসি (তদন্ত) মনোজিৎ কুমার নন্দী বলেন, ওই গরু ব্যবসায়ী দীর্ঘদিন ধরে গরুর ব্যবসা করে আসছিলেন। রোববার রাতে তিনি নিখোঁজ হন এবং পরিবারের সদস্যরা বহু খোঁজাখুঁজি করেও তাকে পাননি। সকালে বাড়ির পাশে ফুলজোড় নদীতে হাত-পা বাঁধা অবস্থায় তার লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে ওই হাসপাতাল মর্গে প্রেরণ করে। ধারণা করা হচ্ছে তাকে হত্যার পর লাশ ওই নদীতে ফেলে দেওয়া হয়েছিল। তবে এ দুটি হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।