
সিরাজগঞ্জের হাটিকুমরুল গোলচত্তর এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সদস্যরা।
তারা হলো- কুড়িগ্রামের নাগেশ্বরী পৌর এলাকার আকালুর ভিটা মহল্লার জুলহাস মিয়া (৪৮) ও একই এলাকার মালভাঙ্গা গ্রামের আলতাব হোসেন (৪৭)।
র্যাব-১২-এর অতিরিক্ত পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার দীপংকর ঘোষ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে উল্লেখিত এলাকার নিউ মায়ের আঁচল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৭৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।