
৫ আগস্ট না হলে জিয়া পরিবার ও দেশের মানুষ মুক্ত হতে পারতো না। ৫ আগস্টের আন্দোলনের কারণেই আজকে হয়তো বাংলাদেশে আমরা উন্মুক্ত রাজনীতি করতে পারছি। এ অবস্থাকে ধরে রাখতে হলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে, বিজয়ী করতে হবে ধানের শীষকে। একটি দল এক সময় আমাদের সহযোগী ছিল, এখন তারা আমাদের কর্তৃপক্ষ বনে গেছে। তারা যে মৌদুদী ইসলাম কায়েম করতে চায়, আমরা সেই ইসলাম চাই না। আমরা মদিনার ইসলাম চাই।
বুধবার বিকেলে দৌলতখান পৌর শহরে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এক গণসংবর্ধনায় ভোলা-২ থেকে বিএনপি মনোনীত প্রার্থী হাফিজ ইব্রাহিম এসব কথা বলেন।
তিনি বলেন, আমি আগেও আমার এলাকার মানুষের পাশে থেকে উন্নয়ন করেছি, ভবিষ্যতেও থাকবো। আমি নির্বাচিত হয়ে প্রথমে আমার এলাকাকে মাদকমুক্ত করবো এবং বেকারত্ব দূর করবো।
এ সময় তার ভাই গিয়াস উদ্দিন আল মামুনের কথা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের কারণে ১৭ বছর জেল খাটার পর আমি আমার ভাইকে ফিরে পেয়েছি। তা না হলে হয়তো আমি আমার ভাইকে আর ফিরে পেতাম না।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ রাইসুল আলম, যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, হুমায়ুন কবির সোপান ও ফজলুর রহমান বাচ্চু মোল্লা।
বক্তব্য রাখেন ভোলার সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আসিফ আলতাফ, উপজেলা বিএনপির সহ-সভাপতি নিজাম উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক শাহজাহান সাজু, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নেতা শামসুল ইসলাম প্রমুখ।