ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

মানিকগঞ্জে সাবেক নারী কাউন্সিলর জেসমিন আটক

মানিকগঞ্জে সাবেক নারী কাউন্সিলর জেসমিন আটক

মানিকগঞ্জ পৌরসভার সাবেক সংরক্ষিত নারী কাউন্সিলর জেসমিন আক্তারকে আটক করেছে পুলিশ।

বুধবার রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম দাশড়া এলাকায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে সদর থানা পুলিশ।

পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন জেসমিন আক্তার। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন রাতে ঘটনাটি নিশ্চিত করে জানান, “জেসমিন আক্তারকে আটক করে থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।”

জেসমিন আটক,সাবেক নারী কাউন্সিলর,মানিকগঞ্জ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত