
মাগুরার শ্রীপুর মিনি স্টেডিয়ামে বৃহস্পতিবার দুপুরে আন্তঃইউনিয়ন ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, উপজেলার ৮টি ইউনিয়নের ৮টি দল অংশ নেয়। ফাইনাল খেলায় সব্দালপুর ইউনিয়ন ভলিবল দল ৩-০ পয়েন্টে দ্বারিয়াপুর ইউনিয়ন ভলিবল দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সব্দালপুর ইউনিয়ন ভলিবল দলের খেলোয়াড় স্বাধীন ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।
উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির আহ্বায়ক ও উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির, সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. রিয়াজউদ্দিন, শ্রীপুর প্রেস ক্লাবের সভাপতি ড. মুসাফির নজরুল, আয়োজক কমিটির সদস্য আইসিটি অফিসার আহমেদ মাহফুজ, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা বিধান কুমার বিশ্বাস, সাবেক চেয়ারম্যান মিয়া সমিরুল ইসলাম সমির, মশিহুল আজম প্রমুখ।