ঢাকা শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

কক্সবাজারে নাশকতা এড়াতে তৎপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন

কক্সবাজারে নাশকতা এড়াতে তৎপর বিভিন্ন রাজনৈতিক সংগঠন

আজ ১৩ নভেম্বর বিগত ফ্যাসিস্ট সরকারের ঘোষিত লকডাউন ও নাশকতার পরিকল্পনায় কক্সবাজার অঞ্চল এবং শহর এলাকায় যেন কোন প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, এরই ধারাবাহিকতায় কক্সবাজারের বিভিন্ন স্থানে এই মুহূর্তে চলছে সেনাবাহিনীর বিশেষ অভিযান।

কক্সবাজারে যে কোনো প্রকার নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনী কক্সবাজার শহরের কলাতলী মোড়, বাস টার্মিনাল এলাকা, বিমানবন্দর রোড, লালদীঘিরপাড় এলাকাসহ গুরুত্বপূর্ণ স্থানসমূহে টহল কার্যক্রম বৃদ্ধি করেছে।

এছাড়াও পার্শ্ববর্তী এলাকা লিংক রোড, রামু, কোটবাজার এবং উখিয়া এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট স্থাপন করে পর্যটক ও স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করছে।

সেনাবাহিনীর বিশেষ অভিযানে ফ্যাসিস্ট সরকার তথা আওয়ামী লীগের পূর্বঘোষিত ১৩ তারিখের লকডাউনের নাশকতা কিংবা অপ্রীতিকর ঘটনা রোধে নিরলস কাজ করছে বিভিন্ন গোয়েন্দা সংস্থাসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী।

ইতি মধ্যে র‍্যাব, পুলিশও সেনাবাহিনীর সাথে একযোগে নাশকতা রোধে অভিযানিক কার্যক্রম পরিচালনা ও তৎপরতা বৃদ্ধি করেছে। কক্সবাজার অঞ্চলে সেনাবাহিনীর তৎপরতায় এখন পর্যন্ত ফ্যাসিস্ট সরকার দ্বারা কোন প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড করতে সক্ষম হয়নি। ভবিষ্যতেও যেন এ ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা করতে না পারে, সে জন্য সেনাবাহিনী তৎপর রয়েছে।

এছাড়াও দেশ ও দেশের সকল প্রকার বিশৃঙ্খলা ও নাশকতা রোধে সেনাবাহিনী সার্বক্ষণিক দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।

অপরদিকে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন স্থানে বিএনপি, জামায়াত, এনসিপি ও ছাত্র প্রতিনিধি নাশকতার রোধে মাঠে রয়েছে।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বলেন, পুলিশ সদরদপ্তরের নির্দেশনা অনুযায়ী কক্সবাজার শহরসহ জেলার সব উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট, টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নেতাকর্মীদের চলাচল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক প্রচারও নজরদারিতে রাখা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস জানান, গুজব বা উস্কানিমূলক কোনো কর্মকাণ্ড যাতে না ঘটে, সে বিষয়ে কক্সবাজারের গুরুত্বপূর্ণ ২৮টি স্থানে বিশেষ নজরদারি রাখতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। জনগণের জানমাল রক্ষায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। কোনো বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টি হতে দেওয়া হবে না। বৃহস্পতিবার সকাল থেকে কক্সবাজার জেলার পরিবেশ স্বাভাবিক রয়েছে।

বিভিন্ন রাজনৈতিক সংগঠন,নাশকতা এড়াতে,কক্সবাজার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত