ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাবেক কেন্দ্রীয় সহ সম্পাদক আটক

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক তিতাস উদ্দিনকে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে যশোর সদর উপজেলার সুলতানপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক তিতাস যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের সুলতানপুর বাবুপাড়া গ্রামের শাহ আলমের ছেলে। সে কেন্দ্রীয় ছাত্রলীগের লেখক-জয় কমিটির সহ-সম্পাদক ছিলেন। তার বড় ভাই মো. আলাউদ্দীন সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত।

পুলিশের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, ‘ভোরে যশোরের উপশহরে বাসে অগ্নিসংযোগের ঘটনায় তাকে আটক করা হতে পারে। ৫ আগস্টের পর থেকে তিতাস নিজ এলাকায় আত্মগোপনে ছিলো, কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সরব ছিলেন তিনি। ঢাকা মহানগর ছাত্রলীগের সহ সভাপতি থাকাকালে যশোর শহরের পুরাতন কসবা কাজীপাড়া এলাকার এক নারীকে ধর্ষণের অভিযোগে ভুক্তভোগী ওই নারী যশোর আদালতে মামলাও করেছিলেন।’

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঁঞা।

আটক,কেন্দ্রীয় সহ সম্পাদক,নিষিদ্ধ ঘোষিত সংগঠন
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত