ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সিরাজগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় নারী নিহত

সিরাজগঞ্জ সদরে মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (৫২) নামে এক নারী নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যায় উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনোয়ারা বেগম বহুলী নতুন পাড়া গ্রামের আব্দুল আজিজের স্ত্রী। এ ঘটনায় তাহমিনা (৩৫) নামে অপর এক নারী আহত হয়েছেন। তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর থানার ওসি মোখলেছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার সন্ধ্যার দিকে ওই এলাকার ব্রাহ্মণগাতি সরকারি প্রাথমিক স্কুল মাঠে সিরাজগঞ্জ-১ আসনের (কাজিপুর-সদরের একাংশ) প্রার্থী জেলা জামায়াতের আমির শাহিনুর আলম নির্বাচনী প্রচারণা বৈঠক শেষে গাড়ির বহর নিয়ে যাচ্ছিলেন। এসয় উল্লেখিত স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন এবং অপর নারী তাহমিনা (৩৫) গুরুতর আহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে। কোনো অভিযোগ না থাকায় রাতেই তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জানাজা শেষে তার সম্পন্ন করা হয়েছে বলে জানান তিনি।

সিরাজগঞ্জ,মোটরসাইকেল,নিহত
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত