
চুয়াডাঙ্গার সদর উপজেলার দর্শনা থানাধীন তিতুদহ ইউনিয়ন বিএনপির কার্যালয়ের সামনে থেকে একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উদ্ধার করা হয়। ককটেলটি দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ইতুদা ইউনিয়ন বিএনপি অফিসের সামনে একটি ককটেল দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আজ শুক্রবার সকালে চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আল জাবেদ নাসের, সহকারী পুলিশ সুপার আনারুল কবির ও দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুলতান মাহমুদ সঙ্গীয় ফল সহ ঘটনাস্থলে পৌঁছে ককটেলটি উদ্ধার করে বালতির পানিতে চুবিয়ে রাখে। এরপর বিকেলে রাজশাহী থেকে র্যাবের একটি বোমা ডিসপোজাল টিম ঘটনাস্থলে পৌঁছে তা নিষ্ক্রিয় করে।
চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার আল জাবেদ নাসের ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।