
শেরপুরের নকলা উপজেলায় মোট ৬১ হাজার ৫৮৫ জন শিশু ও কিশোর-কিশোরীকে সরকারিভাবে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে অর্জন হয়েছে ৯৯.৯৭ ভাগ; তথা মোট ৬১ হাজার ৫৬৭ জন শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে।
টিকা প্রাপ্তদের মধ্যে ৯ মাস বয়সী শিশু থেকে ১৪ বছর ১১ মাস ২৯ দিন বয়সী ছেলে ৩০ হাজার ৫১১ জন এবং মেয়ে ৩১ হাজার ৫৬ জন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেছেন।
মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) অফিস সূত্রে জানা গেছে, ১২ অক্টোবর রবিবার এই ক্যাম্পেইন শুরু হয় এবং শেষ হয় ১৩ নভেম্বর বৃহস্পতিবার (১৮ কর্ম দিবস)। এতে প্রথম ১০দিন শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ে ২৭০টি কেন্দ্রে এবং পরবর্তী ৮দিন কমিউনিটি পর্যায়ে ২১৬টি ইপিআই সেন্টারে টিকা প্রদান করা হয়। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্থায়ী টিকাদান কেন্দ্রেও বিনামূল্যে টিকা প্রদান করা হয়েছে।
এমটিইপিআই আব্দুর রহিমের দেওয়া তথ্য মতে, শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪১ হাজার ৮৭ জন ছেলে-মেয়েকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ছেলে ২০ হাজার ৯২ জন এবং মেয়ে ২০ হাজার ৯৯৫ জন। এছাড়া কমিউনিটি পর্যায়ে মোট ২০ হাজার ৪৮০ জন ছেলে-মেয়েকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ছেলে ১০ হাজার ৪১৯ জন এবং মেয়ে ১০ হাজার ৬১ জনকে এই টিকা প্রদান করা হয়।
লক্ষ্যমাত্রার ৯৯.৯৭ ভাগ অর্জন করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, ‘বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান কাজটি টিম ভিত্তিক ছিল। নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকদের সচেতনতামূলক প্রচারণা ও নিরলস পরিশ্রমের ফলেই লক্ষ্যমাত্রার ৯৯.৯৭ ভাগ অর্জন সম্ভব হয়েছে।’