ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড

চুয়াডাঙ্গা জেলায় শীতের তীব্রতা বেড়েছে। শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গায় রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস, যা আজকের হিসেবে দেশেরও সর্বনিম্ন। এই মৌসুমে জেলায় এটিই এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।

হঠাৎ ঠান্ডা হওয়ায় ভোর, সকাল ও রাতের সময়ে কড়া শীত অনুভূত হচ্ছে। ভোরে কুয়াশা নেমে আসে চারদিকে, আর শিশিরে ভিজে যায় ফসলের মাঠ ও ঘাস। সকাল ও সন্ধ্যায় মানুষ ঘর থেকে বের হওয়ার সময় গরম কাপড় ব্যবহার করছেন। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা থাকলেও সন্ধ্যা, রাত ও ভোরে শীত আরও তীব্র হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সাময়িকভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা মূলত অপরিবর্তিত থাকবে। উত্তর-পশ্চিম দিক থেকে আসা ঠান্ডা বাতাসের প্রভাবে তাপমাত্রা দ্রুত কমছে। আগামী কয়েক দিনে রাতের তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে।

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাকিবুল হাসান জানান, আজ সকাল ৯টায় তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। এটি দেশেরও আজকের সর্বনিম্ন তাপমাত্রা।

চুয়াডাঙ্গা,সর্বনিম্ন তাপমাত্রা,রেকর্ড
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত