
সিরাজগঞ্জে এলজিইডি বিভাগের তত্ত্বাবধানে রায়গঞ্জ উপজেলার ধানগড়া-ভুইয়াগাঁতী (এন এইচ ডব্লিউ) পর্যন্ত প্রায় সাড়ে ৯ কোটি টাকা ব্যয়ে সড়ক প্রশস্ত ও শক্তিশালী করণ প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলছে। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে এলাকাবাসীর চলাচলে আরো এক ধাপ এগিয়ে যাবে।
সিরাজগঞ্জ এলজিইডি নির্বাহী প্রকৌশলী বিভাগের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. ইসমাইল হোসেন এ তথ্য জানান।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই এলাকাবাসীর জনস্বার্থে সংশ্লিষ্ট মন্ত্রণালয়-এ প্রকল্প বাস্তবায়নে ৯ কোটি ৪১ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। চলতি অর্থ বছরে এ বরাদ্দে ওই প্রকল্প বাস্তবায়নে এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী বিভাগ দরপত্র আহ্বান করে। এ দরপত্রে সরকারি বিধিমতে ঠিকাদারি প্রতিষ্ঠান নির্বাচিত হয়। এ প্রকল্প কাজের আদেশ প্রাপ্তির পর ২০২৪ সালের ২৭ অক্টোবর এ প্রকল্পের কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান এবং প্রায় সাড়ে ৫ কিলোমিটার এ গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ বাস্তবায়নে উপজেলা প্রকৌশলী বিভাগ যথানিয়মে তদারকি করছেন এবং এলজিইডি নির্বাহী প্রকৌশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা এ কাজ পরিদর্শন করছেন। এ প্রকল্প কাজে কোনো অনিয়ম দুর্নীতির আশ্রয় দেওয়া হবে না। এজন্য তদারকির বিষয়ে জোরদার করা হয়েছে। ইতোমধ্যেই এ প্রকল্পের প্রায় ৩২% কাজ হয়েছে। ২০২৬ সালের জানুয়ারি মাসে এ প্রকল্পের কাজ শেষ হবে। তবে প্রয়োজন ক্ষেত্রে এ প্রকল্পের মেয়াদ বাড়তে পারে।
স্থানীয়রা বলছেন, দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার ধানগড়া জিসি হতে ভুইয়াগাঁতী পর্যন্ত আঞ্চলিক সড়কে চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। প্রতিদিনই এ সড়ক দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করছে এবং এ সড়ক দিয়েই উঠতে হয় মহাসড়কে। সরকার এ গুরুত্বপূর্ণ সড়কের প্রশস্ত ও শক্তিশালীকরণ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে চলাচলে দুর্ভোগ কেটে যাবে এলাকাবাসীর। তবে এ প্রকল্পের কাজ শিডিউল মোতাবেক যেন হয় সে বিষয়ে দাবিও করেছে অনেকেই।
এ বিষয়ে এলজিইডি সিরাজগঞ্জ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. রেজাউর রহমান বলেন, এ প্রকল্প বাস্তবায়নে কঠোর তদারকি করা হচ্ছে এবং কোনো প্রকার অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না।
নির্ধারিত সময়ের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।