ঢাকা রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

জীবননগরে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

জীবননগরে জামায়াতের নির্বাচনী মহিলা সমাবেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জীবননগর পাইলট হাই স্কুল চত্বরে মহিলা সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য প্রার্থী মো. রুহুল আমিন।

তিনি বলেন, শহিদদের রেখে যাওয়া কাজ সমাপ্ত করার জন্য আমাদের আগামীর নির্বাচন। আমাদের এই নির্বাচন অধিকার আদায়ের নির্বাচন। আমরা আর কোনো চাঁদাবাজ টেন্ডারবাজ দেখতে চাই না। ১৮ কোটি মানুষের হা কাজ দেওয়াই আমাদের আগামী নির্বাচন। এটা আমরা মুখে বলছি না, আমরা বাস্তবে কাজ করে দেখিয়ে দিতে চাই।

এসময় আরো উপস্থিত ছিলেন মহিলা জামায়াতের যশোর-কুষ্টিয়া আঞ্চলিক সহকারী মোছা. ফিরোজা ইয়াসমিন নিউটি, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি এড আসাদুজ্জামান, জেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা ইসরাইল হোসেন, জেলা পেশাজীবী বিভাগের সভাপতি অধ্যাপক খলিলুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহি উদ্দিন, জেলা মাজলিসুল মোফাসসিরিন এর সভাপতি মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমান, উপজেলা সেক্রেটারি মো. মাহফুজুর রহমান, উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা সাইদুল ইসলাম, উপজেলা প্রচার ও আইটি সম্পাদক মো. হারুন অর রশীদ, উপজেলা বায়তুলমাল সম্পাদক মো. আসাবুল হক মল্লিক, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মাজেদুর রহমান লিটন, পৌর আমির মাওলানা ফিরোজ হোসেন, পৌর যুব বিভাগের সভাপতি মো. আরিফ জোয়ার্দার, হাসাদহ ইউনিয়ন আমির মো. আখতারুজ্জামান, আন্দুলবাড়ীয়া ইউনিয়ন আমির হাজী আব্দুর রহমান মাষ্টার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সেক্রেটারি মাহফুজুর রহমান। সভাপতিত্ব করেন মহিলা জামায়াতের উপজেলা বিভাগীয় সেক্রেটারি মোছা. সুমাইয়া নূর সিদ্দিকা।

জীবননগর,জামায়াত,মহিলা সমাবেশ
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত