ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে জখম, ২ গরু লুট

সিরাজগঞ্জে কৃষককে কুপিয়ে জখম, ২ গরু লুট

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বৃ-পাচান গ্রামে কৃষক দুলাল হোসেনকে (৫০) কুপিয়ে জখম করে গাভীসহ দুটি গরু লুট করে নিয়ে গেছে মুখোশধারী সশস্ত্র ডাকাতেরা।

আহত দুলালকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে ওই কৃষকের বাড়িতে ডাকাতেরা হানা দেয়। তারা বাড়ির গেট ভেঙে গোয়ালে থাকা একটি গাভীসহ দুটি গরু নেয়ার চেষ্টা করে। এ সময় কৃষক দুলাল চিৎকার শুরু করলে ডাকাতেরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রাখে এবং গরু দুটি পিকআপ ভ্যানে তুলে দ্রুত পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে উল্লেখিত হাসপাতালে ভর্তি করে পরিবারের লোকজন। তার অবস্থা এখন আশঙ্কাজনক বলে জানা যায়।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান আলোকিত বাংলাদেশকে বলেন, এমন ঘটনা শুনেছি এবং দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,কৃষক,কুপিয়ে জখম,গরু লুট
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত