ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

যমুনা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি গ্রেপ্তার ১০

যমুনা নদীতে বাল্কহেডে চাঁদাবাজি গ্রেপ্তার ১০

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার যমুনা নদীতে বাল্কহেড থেকে চাঁদাবাজির ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে নৌ-পুলিশ। তারা হলো, ওই উপজেলার চর এলাকার রেহাই কাউলিয়া গ্রামের আল আমিন (২৪), নজরুল ইসলাম (৪৫), ইউপি সদস্য মানিক সিকদার, শহীদুল ইসলাম (৩৫), আবদুল আলীম (৪০), শরীফুল ইসলাম (৩৫), জাহাঙ্গীর হোসেন (৩৫), ইউনুস আলী (২৬), শহীদুল ইসলাম (৪৫) ও ফরিদ হোসেন (২৬)।

চৌহালী নৌ-পুলিশের ওসি ফিরোজ আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, যমুনা নদীর ইজারা করা বালুমহাল থেকে নৌপথে শত শত বাল্কহেড নিয়ে যায় ব্যবসায়ীরা। এসব চলাচলকারী বালু বহনকারী বাল্কহেড থেকে তারা চাঁদা আদায় করতো।

এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে নৌপুলিশ রেহাই কাউলিয়া মুরাদপুর অংশে উজানে অভিযান চালিয়ে চাঁদাবাজির ঘটনায় তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ইঞ্জিনচালিত নৌকা, নগদ ২ হাজার টাকা ও ১০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে হেলাল উদ্দিন মন্ডল নামে এক ব্যক্তি বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেছেন।

গ্রেপ্তার ১০,বাল্কহেডে চাঁদাবাজি,যমুনা নদী
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত