ঢাকা রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২ | বেটা ভার্সন

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ৩

ভোলার মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা দেওয়ায় গুলিবিদ্ধ ৩

ভোলার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে প্রতিবাদ জানানোর সময় স্থানীয়দের ওপর গুলি চালালে তিন জন আহত হয়েছেন।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার কাচিয়া ইউনিয়ন সংলগ্ন মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন কাচিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের আয়ুব আলীর ছেলে শাজাহান মীর (৭০), ছিদ্দিক উল্লাহর ছেলে মোহাম্মদ আলী মৃধা (৬০) এবং পশ্চিম ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের বাসিন্দা মো. নয়নের ছেলে অপুর্ব শুভ (১৭)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভোলা জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

গুলিবিদ্ধ এবং স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার একটি প্রভাবশালী মহল মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। বালু উত্তোলনের ফলে তাদের ভিটেমাটি নদীতে বিলীন হওয়ার কারণে শতাধিক বাসিন্দা একত্রিত হয়ে নদীতে যান এবং বালু উত্তোলনরত একটি ড্রেজার আটক করেন।

এ সময় স্পিডবোটে করে আসা একদল সন্ত্রাসী সেখানে গিয়ে এলোপাতাড়ি গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিতে তিনজন স্থানীয় বাসিন্দা আহত হন।

গুলিবিদ্ধরা জানান, মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের কারণে তাদের জমি নদীতে ভেঙে যাচ্ছে। তাই তারা প্রতিবাদ জানিয়ে নদীতে গিয়ে বালু উত্তোলন বন্ধ করার চেষ্টা করেন। এ সময় সন্ত্রাসীরা এসে গুলি চালায় এবং প্রত্যেকের শরীরে একটি করে গুলি লাগে।

ভোলার পুলিশ সুপার মুহাম্মদ শরীফুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ গিয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

গুলিবিদ্ধ ৩,অবৈধ বালু উত্তোলন,ভোলার মেঘনা
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত