
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোলা-১ (ভোলা সদর) আসনে জামায়াতে ইসলামের মনোনীত দলীয় প্রার্থী অধ্যক্ষ মো. নজরুল ইসলামের নেতৃত্বে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী ভোলা জেলা।
শনিবার সকাল ৯টায় সদরের ইলিশা জংশন থেকে শুরু হয়ে ভোলা পৌর শহর প্রদক্ষিণ করে খেয়াঘাট, বাগমারা ব্রিজ, বাংলাবাজার হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়।
শোডাউনে শত শত মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন।
এসময় অধ্যক্ষ মো. নজরুল ইসলাম উন্নয়নমুখী রাজনীতি, স্বচ্ছতা, ন্যায় ও ইনসাফভিত্তিক প্রশাসন গঠনের অঙ্গীকার তুলে ধরেন এবং নির্বাচনে জনগণের সম্পৃক্ততার ওপর গুরুত্ব আরোপ করেন ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
শোভাযাত্রায় উপস্থিত ছিলেন—জেলা আমির মাস্টার জাকির হোসাইন, সেক্রেটারি অধ্যাপক আমির হোসেন, উপজেলা আমির, সেক্রেটারি, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আমির-সেক্রেটারি, ছাত্রশিবির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
মোটরসাইকেল শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। এতে স্থানীয় জনসাধারণের মধ্যেও শোভাযাত্রাটি উল্লেখযোগ্য সাড়া ফেলে।