
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মাকোরকোলা গ্রামে ইমদাদুল সরকার (৪০) আত্মহত্যা করেছেন। তিনি বাম পায়ে সুদ কারবারিদের নাম লিখে অবশেষে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।
তিনি ওই গ্রামের লেদু সরকারের ছেলে। এমন ঘটনায় এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে।
শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, উক্ত উপজেলার তালগাছি নামক স্থান থেকে শুক্রবার রাতে এমদাদুল তার স্ত্রীকে মোবাইল ফোনে জানান— তার কাছে কয়েকজন সুদের টাকা পাবে এবং এদের মধ্যে এক সুদ কারবারি ২০ হাজার টাকা ঋণ দিয়ে এখন সাড়ে ৩ লাখ টাকা দাবি করছে। ওই সুদ কারবারির এমন চাপে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার কথা জানিয়ে ফোন কেটে দেওয়া হয়। এরপর তিনি রাতে আর বাড়ি ফিরে আসেননি।
শনিবার সকালে ওই তালগাছি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তার বাম পায়ে লাল কালি দিয়ে সুদ কারবারিদের নাম লেখা রয়েছে। তার লাশ সিরাজগঞ্জ শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
ধারণা করা হচ্ছে, সুদের টাকার কারণেই তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।