ঢাকা মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ | বেটা ভার্সন

ট্রাইব্যুনালের রায় যাই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

ট্রাইব্যুনালের রায় যাই হোক, কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামীকাল ট্রাইব্যুনালে যে রায় ঘোষণা করা হবে, তা অবশ্যই কার্যকর হবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুর ২টায় বরিশাল পুলিশ লাইন্সে আইনশৃঙ্খলা বাহিনী ও মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশাসনকে নতুনভাবে সাজানো হয়েছে। দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব ভালো বা খুব খারাপ নয়, তবে মাঝামাঝি একটি স্থিতিশীল অবস্থায় রয়েছে।

তিনি আরও বলেন, আসন্ন নির্বাচন কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, দেশে এখন সবাই নির্বাচনমুখী, যা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে মোটামুটি সন্তোষজনক পর্যায়ে রেখেছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা,কার্যকর হবে,ট্রাইব্যুনালের রায়
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত