
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) নেতা এবাদ হোসেনকে (৪৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৬ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার দূর্গানগর ইউনিয়ন পরিষদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত এবাদ ওই ইউপির ৮ নং ওয়ার্ড মেম্বার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি।
উল্লাপাড়া মডেল থানার ওসি একরামুল হোসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, একটি রাজনৈতিক মামলার তদন্তে প্রাপ্ত আসামী ওই আওয়ামী লীগ নেতা। গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরের দিকে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।